Sunday, October 28, 2012

সামহোয়ার ইন ব্লগ বর্ণবাদকে প্রশ্রয় দিচ্ছে, কিছু অর্বাচীন বর্ণবাদী বাংলাদেশীদের প্ল্যাটফর্ম হয়ে উঠছে_





“সামহোয়্যার ইন ব্লগ.... বাঁধ ভাঙ্গার আওয়াজ” এ ব্লগিং শুরু করার পর থেকেই লক্ষ করছি এখানে কতগুলো অর্বাচীন ব্লগার সুযোগ পেলেই কালো/আফ্রিকানদের গণহারে অসভ্য কিংবা নীচ হিসেবে প্রমাণ কিংবা জাহির করার চেষ্টা করছে।

গতকাল এক বর্ণবাদী পোস্ট রিপোর্ট করে দেখি কোন ফল হলনা উলটা দেখি আমাকে স্বাধীনতা বিরোধী হিসেবে লেভেল দেওয়া হলো। সেখানে রাজাকারদের সাথে আফ্রিকানদের জড়িয়ে খুব খারাপ ভাবে যা তা বলা হয়েছে।

এই টাইপের ব্লগার, যাদের একজন-দুজন আফ্রিকায় সরকারি কাজে/ডিউটিতে কিছুদিন কাজ করেছেন, আবার কয়েকজন আফ্রিকানদের সাথে পৃথিবীর অন্যান্য জায়গায় কাজ করেছেন কিংবা কেউ আমাদের দেশেই তাদের দেখেছে কিংবা কেউ জীবনেও দেখেননি।

যাইহোক তারা তাদের স্বল্প অভিজ্ঞতা কিংবা জ্ঞানের কারনে অথবা প্রকৃতিগত ভাবেই কালো মানুষ/আফ্রিকানদের সম্পর্কে বাজে বর্ণবাদী আচরণ করে। সামুতে রিপোর্ট করলেও কোন লাভ হচ্ছেনা।

পরে সামুর “ব্লগ ব্যবহারের শর্তাবলী” তে যেয়ে অবাক হলাম। আসলে তাদের নিয়মাবলী তে বর্ণবাদ বিরোধী কোন শর্তই নেই। রাষ্ট্র, ধর্ম, অশ্লীলতা, কুরুচিপূর্ণতা, গালিগালাজ, কুরুচিপূর্ণতা, সার্বভৌমত্ব, ইতিহাস, জাতীয়তা কিংবা বিশ্বাস নিয়ে সরাসরি বলা আছে। কিন্তু বর্ণবাদ নিয়ে সরাসরি কিছুই বলা নেই- বিশ্বাস না হলে নিচের লিঙ্কে -

ব্লগ রুলস - ব্লগ ব্যবহারের শর্তাবলী

যেয়ে সার্চ দিয়ে [যাদের জানা নেই তাদের জন্য: “Ctrl+f” চেপে]

বর্ণ, বর্ণবাদ কিংবা বর্ণবাদ বিরোধী; ইত্যাদি শব্দ দিয়ে সার্চ দিয়ে দেখুন কিছুই পাবেননা।

শুধু পরোক্ষ ভাবে এক জায়গায় বিশেষ গোষ্ঠীর কথা বলা আছে। কিন্তু বর্ণবাদ বিরোধিতা সম্পর্কে সামুকে অবশ্যই সরাসরি আক্ষরিক ভাবেই বলতে হবে। যেমন অন্যান্য বিষয় নিয়ে আক্ষরিক ভাবে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে।

সামু মডারেটদের বলছিঃ
আপনাদের এ বিষয়টি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ভাবা উচিত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় ভবিষ্যতে বিব্রতকর পরিস্থিতির স্বীকার হতে পারে।


আর সেই সব অর্বাচীনদের ব্লগারদের বলছি যারা আফ্রিকান/ কালো দের দেখতে পারেননাঃ
নিজের, নিজের মা-বাপ, স্ত্রী, সন্তান ভাইবোন, আত্মীয়স্বজন কিংবা স্বদেশী বাঙ্গালী-বাংলাদেশীরা কি খুব বেশি ধলা। আর কয়েকজনের অদ্ভুত আচরণ কিংবা অন্যায় কাজ কর্মে – অভ্যাসের কারণে পুরা জনগোষ্ঠীকে দোষারোপ করার শিক্ষা কই পেয়েছেন । আমি অন্য আর কোন ব্যাপক কিংবা বৈশ্বিক উদাহরণ দিবনা কিংবা আলোচনা করবনা কারণ ঐ রকম আলোচনা করার মত অবস্থায় আপনারা নাই। শুধু নিচে কতগুলো লিঙ্ক দিলাম এখন নিজে চিন্তা করেন, এজন্য কি গোটা বাঙ্গালী জাতিকে অসভ্য বলা যায়

মা কর্তৃক সন্তান হত্যা
লিঙ্ক - ১
লিঙ্ক - ২
লিঙ্ক - ৩
লিঙ্ক - ৪
লিঙ্ক - ৫
লিঙ্ক - ৬
লিঙ্ক - ৭

পিতা কর্তৃক সন্তান হত্যা
লিঙ্ক - ১
লিঙ্ক - ২
লিঙ্ক - ৩
লিঙ্ক - ৪
লিঙ্ক - ৫
লিঙ্ক - ৬

সন্তান কর্তৃক পিতা-মাতা হত্যা
লিঙ্ক - ১
লিঙ্ক - ২
লিঙ্ক - ৩
লিঙ্ক - ৪
লিঙ্ক - ৫
লিঙ্ক - ৬

ভাইবোন কর্তৃক আপন ভাইবোনকে হত্যা
লিঙ্ক - ১
লিঙ্ক - ২
লিঙ্ক - ৩
লিঙ্ক - ৪
লিঙ্ক - ৫
লিঙ্ক - ৬

শিশুকে ধর্ষন এবং হত্যা
লিঙ্ক - ১
লিঙ্ক - ২
লিঙ্ক - ৩
লিঙ্ক - ৪
লিঙ্ক - ৫
লিঙ্ক - ৬

সন্দেহের বশবর্তী হয়ে নিরপরাধ ব্যাক্তিকে জনগণ কর্তৃক পিটিয়ে হত্যা
লিঙ্ক - ১
লিঙ্ক - ২
লিঙ্ক - ৩
লিঙ্ক - ৪
লিঙ্ক - ৫
লিঙ্ক - ৬

রাষ্ট্রপতি কর্তৃক খুনিকে ক্ষমার মাধ্যমে ন্যায় বিচারের ধর্ষণ এবং সরকারের মদদপুষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিরপরাধ মানুষকে হত্যা

লিঙ্ক - ১
লিঙ্ক - ২
লিঙ্ক - ৩
লিঙ্ক - ৪
লিঙ্ক - ৫
লিঙ্ক - ৬


এখানে চুরি, ডাকাতি, ধর্ষণ এবং হত্যা এবং অন্যান্য সন্ত্রাসী কাজের কথা লিখলাম-না, এত সময়ও আসলে নেই। কেননা ঐসব নাম মাত্রই সন্ত্রাস এবং অপরাধ।

কিন্তু উপরোক্ত যেগুলো উদাহরণ দেওয়া হল ঐসব দীর্ঘ মেয়াদী সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ এবং সর্বনিম্ন পর্যায়ের অসভ্যতা।
********************************************

সামুতে বর্নবাদী পোস্টঃ

দীর্ঘ প্রায় ১০ বছরের পুরোন সামহোয়ার ইন ব্লগের আর্কাইভ অনেক অনেক বেশি বড়। তাই প্রাথমিক ভাবে যেসব বর্ণবাদই লেখা পেয়েছি তাই দিয়েছি। কারও আরও অন্যান্য লিঙ্ক জানা থাকলে অনুগ্রহ পূর্বক দেবেন।

আফ্রিকানরা আসলেই কী অসভ্য! বাংলাদেশকেও কি তারা দূষিত করছে?

বাঙ্গালি জাতি ধংসের মুখে

গুয়াজম এবং জাহাজ ভর্তি আফ্রিকান বডি বিল্ডার্স

ডিস্কোবান্দরের The Peacekeeper

আফ্রিকান ছাগুল গুলো সাইকেলেও চড়ে! !

ইহুদি বিদ্বেষী হিটলার ছিলেন ইহুদি!

ক্যামেরুনের মেয়েরা এখনো আদিম বর্বরতার শিকার

আপনার সন্তানের হাতে পিস্তল তুলিয়া দেয়া আর বুভুক্ষু-জ্বালা তুলিয়া দেয়া উভয়ই সমান , আমার দৃঢ় বিশ্বাস উভয় দিয়াই মানুষ খুন করা যায়.।।

দীর্ঘ প্রায় ১০ বছরের পুরোন সামহোয়ার ইন ব্লগের আর্কাইভ অনেক অনেক বেশি বড়। তাই প্রাথমিক ভাবে যেসব বর্ণবাদই লেখা পেয়েছি তাই দিয়েছি। কারও আরও অন্যান্য লিঙ্ক জানা থাকলে অনুগ্রহ পূর্বক দেবেন।

No comments:

Post a Comment