Sunday, October 28, 2012

কিছু মধ্যবিত্তের মানসিক দৈন্যতা এবং হিপোক্রেসী... প্রসঙ্গঃ বিয়ে....

কয়েকদিন ধরে লক্ষ্য করছি ব্লগে বিয়ে নিয়ে অপচয়ের কথাটি উঠে আসছে। পয়সা ওলা কিংবা ধনীরা বিয়েতে অতি খরচ করছে যা অমানবিক। বাংলাদেশের বেশিরভাগ ধনীরাই বাঁকা পথে পয়সা করেছে অস্বীকার করার কোন উপায় নেই। তবে আলোচনা সেটা না।


আলোচনা “বিয়েতে এত বেশি খরচ করা কি অমানবিক, যেখানে দেশের অনেক মানুষ দিনে দু মুঠো খেতে পারেনা”।

আমার দৃষ্টিতে এবং আমি নিজে যদি অনেক ধনী হই করবোনা।

এখন, এর সমালোচনা করার নৈতিক অধিকার কি মধ্যবিত্তের আছে?
নেই
কেন নেই?
প্রথমত এটা হিপোক্রেসির চরম পর্যায়।

কেন হিপক্রেসি
• আপনি ধানসিঁড়ি কিংবা চিলিসে খেয়ে বলতে পারেননা বীথিকা কিংবা সাবলাইমে খাওয়া অপচয়।
• আপনি গার্লফ্রেন্ডের জন্য ২০০০ টাকায় পারফিউম কিনে বলতে পারেননা ৩০০০০ টাকার পারফিউম কেনা অপচয়।
• বৌয়ের জন্য ১০ হাজার টাকায় শাড়ী কিনে বলতে পারেননা ১০০০০০ টাকায় শাড়ী কেনা অপচয়।
• ৫০০ টাকার জিলেট আফটারশেভ ব্যবহার করে বলতে পারেননা ৬০০০ টাকার শেনেল আফটারসেভ ব্যবহার করা অপচয়।
• ক্যাটস আই কিংবা এক্সটাসিতে গিয়ে ৫০০ টাকার সার্ট ২৫০০ হাযার টাকায় কিনে বলতে পারেননা ২৫০০০ হাজার টাকার আর্মানী শার্ট কেনা অপচয়।
• ২০০০-৩০০০ টাকায় জিনস কিনে কইতে পারেননা ৫০০০০ টাকায় জিনস কেনা অপচয়।
• ৫০০০-১০০০০ টাকায় কোট-ব্লেজার সিলায়া বলতে পারেননা ৫০০০০০ টাকায় ব্রিওনি কোট ব্লেজার কেনা অপচয়
• ২০০০-৫০০০ টাকার জুতা কিনে কইতে পারেননা ৪০০০০ টাকায় জুতা কেনা অপচয়।
• সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টারে বিয়া কইরা কইতে পারেননা গলফ ক্লাব কিংবা রেডিশন হোটেলে বিয়া করা অপচয়।
• কক্সবাজারে গিয়া ৫০০০ টাকা উড়াইয়া (মদ, নাইট ক্লাব) আইসা কইতে পারেননা হাওয়াইতে যাইয়া এক সপ্তাহে ২৫০০০০০ টাকা খরচ করা অপচয়।
• বিয়েতে নিজে সাউন্ড সিস্টেম/ডিজে ভাড়া কইরা আপনি কইতে পারেননা বিদেশ হতে শিল্পী ভাড়া করা অপচয়।
• বিয়ের জন্য দামী গাড়ী এবং বাস ভাড়া করে বলতে পারেননা হেলিকপ্টার ভাড়া করা অপরাধ।

কারণ

• অনেক কম রেটে খাওন যায় ঢাকায়।
• অনেক কম মূল্য দেশীয় পারফিউম পাওয়া যায়।
• ১০০০০ টাকায় শাড়ী কেনার মত বিলাসিতা অনেকে দেখাতে পারেনা।
• আমাদের দেশের অনেক কোম্পানি আফটার শেভ প্রস্তুত করে।
• ৫০০-১০০০ টাকায় আসলেই খুবই ভালো মানের সার্ট পাওয়া যায়, ব্রান্ড লেভেল ছাড়া।
• অনেক কম টাকায় ভালই জিনস পাওয়া যায়।
• বেশিরভাগ মানুষেরই নতুন কোট ব্লেজার কেনার সামর্থ্য নাই।
• ১-১৫০০ টাকায় যথেষ্ট ভালো জুতা পাওয়া যায় তবে নন ব্র্যান্ড।
• দেশের অনেক মানুষের এখনো কমিউনিটি সেন্টারে বিয়ে করার সামর্থ্য নেই।
• দেশের বেশিরভাগ মানুষের কাছেই আরাম ভ্রমণ অপচয় যেখানে তাঁরা ঠিকমত মৌলিক চাহিদা মেটাতে পারেনা।
• ওই নাচ গান আসলেই বাহুল্য।
• অনেকে বিয়েতে একেবারে সামান্য প্রয়োজনীয় গাড়ীও ভাড়া করতে পারেনা।

অর্থাৎ সবাই যার যার মত বিয়েতে খরচ করে। সুতরাং কে কিসে কত খরচ করল এটা যার যার নিজের ব্যাপার।এসব নিয়ে মন্তব্য করা নির্লজ্জতা এবং বেহায়াপনা।

শুধু দুটি বিষয় নিশ্চিত হওয়া যেতে পারে
১. এইসব আয়োজন করার সময় সরকার নির্ধারিত কর প্রদান করা হচ্ছে-কিনা।
২.দুর্নীতি বিষয়ক তদন্ত করা যেতে পারে, যেমন আয়ের উৎস
কিন্তু কোনমতেই খরচ করা ভালো না খারাপ ওটা নিয়ে বলা যাবেনা। তা তাদের একান্ত নিজস্ব ব্যাপার।

পুনশ্চঃ অনেক ভাবুক মক্কেল বড় বড় কথা কয়। দেশ ও জাতি নিয়া কিন্তু নিজে ৮ টাকার সিগারেট টাইনা দিনে ২০০ টাকার বেশি অপচয় করে।

----------------------------------------XXXXX------------------------------------------------

 প্রবন্ধটি ০২ রা জুলাই, ২০১২ সালে সমহোয়্যার ইন ব্লগে প্রকাশিত হয়েছিল।

No comments:

Post a Comment