Sunday, October 28, 2012

সন্ত্রাসবাদের অভিযোগে নাফিসের গ্রেপ্তার এবং কতিপয় বাংলাদেশীদের দৃষ্টিকটু কাঙ্গালিপনা

*এখন বাংলাদেশের কি হপে
*বাংলাদেশ তো ডুবল
*বাংলাদেশিরা ঝামেলায় পড়বে
*পরবর্তী আফগানিস্তান
*বাংলাদেশের রেপুটেশন খারাপ হবে
*প্রবাসী বাংলাদেশীদের সমস্যা হপে
*আমেরিকায় আর স্টুডেন্ট ভিসা পাওয়া যাবেনা

এমন কথায় এখন আন্তর্জালে ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইট সরব। বিভিন্ন “শিক্ষিত” মানুষরা তাদের ভবিষ্যৎ অসুবিধার জন্য নাফিসকে দায়ী করছে। সেই সঙ্গে তারা নিজেদের ব্যাপক কাঙ্গালিপনা প্রকাশ করে দিচ্ছে। তাদের নাকি “মুসলিম মডারেট” পরিচয়ের ক্ষতি হবে।

মাঝে মাঝে মনে হয় কেন আমাদের প্রধান দুই দল পরস্পরের বিরুদ্ধে বিদেশীদের বিচার দেয়। আমাদের দেশের টিভির সবচেয়ে বড় তারকা বোধয় পশ্চিমা কূটনৈতিকরা, যেভাবে তারা এয়ার টাইম পান। পরে ভাবি, রাজনীতিবিদ কিংবা টিভী চ্যানেলের দোষ দিয়ে লাভ কি। প্রধান দুই রাজনীতিবিদদের তো দেেশর মানুষই নির্বাচন করে আর টিভিতে তদের উপস্থিতি মানুষ গুরুত্ব সহকারে
দেখে বলেই তাদের চ্যানেল কর্তৃপক্ষ দেখায়।

ভাবের মূর্তি

অপ্রিয় হলেও সত্য, বেশিরভাগ পশ্চিমা মনে করে আমাদের দেশের বেশিরভাগ বছরের বেশীরভাগ সময় পানির নিচে থাকে। চরম দরিদ্র।

বাংলাদেশের সবচেয়ে পরিচিত পাচটি ব্র্যান্ডঃ

ভৌগলিক-
১।গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুস (ইউরোপ- আমেরিকা)
২।বাংলাদেশ সামরিক শান্তি বাহিনী (আফ্রিকা)
৩।বাংলাদেশের শ্রমিক (মধ্য প্রাচ্য)

কার্যকরী-
১।ক্রিকেট দল (আন্তর্জাতিক খেলার জগত)
২।তৈরি পোশাক শিল্প ( ব্যবসা জগত)

আমাদের সরকার উপরোক্ত প্রতিষ্ঠানের রাজনীতিকরন করে বারোটা বাজাচ্ছে। তারপরও তারা ভোট পাচ্ছে।

আর সবচাইতে বড় কথা এসব কাঙ্গাল বাঙ্গালীরা সবাইকে নিজেদের মত মনে করে। যেমন ঢাকায় কিছু আফ্রিকান ফুটবলার কিংবা এক বছর আফ্রিকায় ডিউটি করে আসার পর গোটা আফ্রিকান জাতিকেই বিচার করে। অথবা কয়েকজনের জন্য পুরা কম্যুনিটিকে দোষারোপ করা। অনেকে মনে করে গোটা পশ্চিমা সমাজ রসাতলে গেছে; মনে করে হলিউডের মতই গোটা পশ্চিম। অনেকে ভাবে আরবদের ব্যাপক সমস্যা। এভাবে পাইকারি চিন্তা হল চিন্তার অগভীরতা এবং সল্পতা।


সৌদি, মিশরীয়, পাকিস্তানি, ভারতীয় কিংবা আফগানিরা পশ্চিমে বহাল তবিয়তে আছে এবং ব্যবসা বাণিজ্য করছে সুতরাং এই ঘটনা কারণে ভাবের মূর্তি ভেঙ্গে গেল, ভে্য ঙ্গে গেল রব তোলা হাস্যকর। আর আমাদের ভাবমুর্তি অনেক ভাবেই অনেক দিক দিয়ে ইতিমধ্যই নষ্ট হয়েছে। তাতে রাজাকার মৌলবাদী ইসলামি জঙ্গির সাথে সাথে সেক্যুলার "স্বাধীনতার পক্ষের শক্তি" ও অনেক কাজ করেছে। বিচ্ছিন্ন ঘটনা কে পাইকারি ধরা বোকামি।

সর্বশেষ

যদি নাফিস আসলেই দোষী হয় তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ইতিমধ্যো বের হয়েছে নাফিসের সহযোগী হিসেবে আমেরিকান এক নাগরিক যে কিনা ককেশীয় বংশোদ্ভূত। সবচেয়ে ভালো লাগত একজন বাংলাদেশীর ট্রায়াল যদি বাংলাদেশে হত। এটাও দেখতে হবে সে কি আসলেই সন্ত্রাসবাদের সাথে দীর্ঘ পরিকল্পনায় সংযুক্ত নাকি পরিস্থিতি এবং সুযোগের জন্য এমন করেছে।

পুনশ্চ: অনেকেই মনে মনে অনেক বিপ্লবী কিছু করেতে চায় আবার ভুলেও যায়। এখন ঐ চাওয়ার সময় কেউ যদি উস্কানি এবং বাস্তবায়নের সুযোগ করে দেয় তাহলে কে বেশি দোষী।

এই খানে আইনের কয়েকটি ধারা বেশ আলোচনা হচ্ছে আগ্রহীরা দেখতে পারেনঃ

Sting operation
Entrapment
Frameup
Thoughtcrime
Patriot Act

সূত্রঃ নিউ ইয়র্ক টাইমস

Man Is Charged With Plotting to Bomb Federal Reserve Bank in Manhattan

F.B.I. Arrests 2nd Suspect In Bomb Plot Against Bank

---------------------------------------XXXXX------------------------------------------------

 প্রবন্ধটি ১৯ শে অক্টোবর, ২০১২ সালে  সালে সমহোয়্যার ইন ব্লগে প্রকাশিত হয়েছিল।

No comments:

Post a Comment